নিজস্ব প্রতিবেদক
‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে উদ্বোধন হলো ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড।
সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়ামে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার। এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. আজহারুল ইসলাম মুকুল, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিকসহ বিভিন্ন স্কুল-কলেজের অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তার বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এই মেলার আয়োজন করা হয়েছে। যদিও ১৯৬৫ সালে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছিল কিন্তু ১৯৭৮ সাল থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন করা হয়। সেই হিসেবে এটি ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। সারাদেশে এই সপ্তাহ পালনে সরকারিভাবে বিভিন্ন সিদ্ধান্ত রয়েছে যার মধ্যে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, বিতর্ক, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্প প্রদর্শন। আমরা আশা করছি এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে আরো আগ্রহী হয়ে উঠবে।
মেলায় প্রায় ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের স্টলে প্রকল্প উপস্থাপন করেছে।