নিজস্ব প্রতিবেদক
পার্বত্য জেলা রাঙামাটিতে হ্যালো’র শিশু সাংবাদিকদের ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সামাজিক নিরাপত্তা প্রকল্পের সম্মেলন কক্ষে এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিডিনিউজের হ্যালো’র সমন্বয়ক মোঃ মনির হোসাইন।
অংশগ্রহণকারি ১০ শিশু সাংবাদিকদের সাংবাদিকতার নানান দিক নিয়ে দিনব্যাপি এই কর্মশালায় হাতকলমে শেখানো হয়। একই সাথে সাংবাদিকতার ইথিকস্, নীতিমালা,করণীয় ও আচরণ সম্পর্কেও সামগ্রিক ধারণা দেয়া হয়। প্রাসঙ্গিকভাবেই শেখানো হয় পেশা সম্পর্কিত নানা ইস্যু।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক রাঙামাটি’র সম্পাদক আনোয়ার আল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিডিনিউজের প্রতিনিধি ও দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহী। কর্মশালায় সার্বিক সহযোগিতা করেন হ্যালোর প্রথম ব্যাচের সদস্য রায়হান সাঈদ ও রাঙামাটির সংগঠক তানিয়া এ্যানি।
অতিথিরা বিডিনিউজ’র হ্যালো’র উদ্যোগটিকে অসাধারন এক অভিজ্ঞতা ও কাজ মন্তব্য করে বলেন, ‘ আগামী দিনের সংবাদকর্মী তৈরি ও সাংবাদিকতা পেশার গুণগত মান উন্নয়নে বিরাট ভূমিকা পালন করবে এই উদ্যোগ। তারা বলেন, ‘ এই বয়সে শিশুরা সাংবাদিকতা সম্পর্কে যে ধারণা পাচ্ছে,তা তাদের ব্যক্তিগত সমৃদ্ধির পাশাপাশি,ভবিষ্যতে পেশা নির্বাচনেও প্রভাব রাখবে।’