নিজস্ব প্রতিবেদক॥
তামাক নয়, খাদ্য ফলান এ স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
শুরুতেই একটি র্যালি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
বক্তারা বলেন, তামাক শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতি নয়, অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশেরও ব্যাপক ক্ষতি করে তামাক। দেশে হাজার কোটি টাকার তামাক ক্রয় করা হয়, একই সাথে তামাক সেবনের কারণে যে রোগ হয় তার চিকিৎসারর জন্য সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ করতে হয়। উন্মুক্ত স্থানে মাদক গ্রহণবন্ধে মোবাইল কোট পরিচালনার আহ্বান জানানো হয় আলোচনা সভায়
আলোচনা সভায় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সিবলী শফি উল্লাহ প্রমুখ।