নিজস্ব প্রতিবেদক
স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহ চালিকাশক্তি এই ¯েøাগানে রাঙামাটিতে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। সোমবার বেলা ১২টায় গণপূর্ত বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন প্রমুখ এতে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শহরে যে যার মত বাসা বাড়ি নির্মাণ করছে। শহরের সড়কের ফুটপাত দখল হয়ে যাচ্ছে। রাঙামাটির অবস্থা খুবই ভয়াবহ। কেউ নিয়ম মানছে না। হ্রদের পাশে বাড়িঘর নির্মাণের ফলে হ্রদের পরিবেশ নষ্ট হচ্ছে। এরা কিভাবে বাড়িঘর নির্মাণের অনুমতি পেলো সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখবো। শহুরে জনসংখ্যা একটি বড় এবং ক্রমবর্ধমান অংশ দারিদ্র্য সীমার মধ্যে বসবাস করে। এসব আবাসন প্রায়ই অনিরাপদ। যানজটের ফলে শহরগুলোতে চলাফেরা করা এবং দুর্ঘটনা, শব্দ দুষণ বেড়েই যাচ্ছে। এর মধ্যে শহরে প্রতিদিন বর্জ্যরে কারনে মানব স্বাস্থ্য ক্ষতির মুখে পড়ছে। তাই শহরের বর্জ্যকে সম্পদে রূপান্তর করার উদ্যোগ নিতে হবে। পরিকল্পনায় এমন হওয়া উচিত যাতে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে।