বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙামাটি স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে তবলছড়ি বিয়াম স্কুল হতে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। এসময় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
রাঙামাটির সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্র্যাট সাইফ উদ্দীন আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শাহানাজ বেগম, এমওসিএস বিনোদ শেখর চাকমা, জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার শওকত আকবর। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডাঃ রুহী বনানী।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, একজন ডাক্তার প্রকৃত অর্থেই মানবতার সেবক। তিনি নিজেকে কখনো বাঙালি বা পাহাড়ি পরিচয় মাথায় রেখে কাজ করেন না। তাকে ডাক্তার হিসেবে সকল জাতিগোষ্ঠীর মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত থাকতে হয়। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা দিতে চিকিৎসকদের আরো বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান।