রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ও ইউএনডিপি-সিএইচটিডিএফ এর অর্থায়নে নির্মিত রাঙামাটিতে ক্ষুদ্র ও কুটির শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বৃহস্পতিবার সকালে ভবনটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা পরিষদ সদস্য সান্তনা চাকমা, জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুস সামাদ, ইউএনডিপি’র কর্মকর্তা প্রসেনজিৎ চাকমা, ইউএনডিপি’র কর্মকর্তা ঐশ্বর্য খীসা, ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) এর সহকারী মহাব্যবস্থাপক স্বপন কুমার ত্রিপুরাসহ বিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষ অতিথিরা ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।