মিশু মল্লিক
রাঙামাটি বেতার কর্মকর্তা, শিল্পীদের প্রতিষ্ঠানে বৈষম্যের অবসানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) সকালে প্রতিষ্ঠানের প্রধান সটকের সামানে ঘন্টাব্যাপি এই কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আঞ্চলিক প্রকৌশলী (তথ্য) প্রকৌশলী মো. আবু সালেহ, সহকারী পরিচালক (অনুষ্ঠান) মো. জাকারিয়া সিদ্দিকী, উপ-আঞ্চীলক প্রকৌশলী মো. জুলফিকার আলী, তারিরা আক্তার খুশী ও কেন্দ্রের অনিয়মিত শিল্পী সমিতির সভাপতি সুবীর চাকমা, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা সহ অন্যান্য শিল্পীরা উপস্থিত ছিলেন।
এসময় বেতারের কর্মকর্তারা বলেন, বেতারে কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনার অবসান, ব্যচভিত্তিক পদোন্নতি, একীভূত ক্যাডার ও বাংলাদেশ বেতারের নিজস্ব মহাপরিচালক নিয়োগদের দাবি জানান।
বেতারের শিল্পীরা বলেন, সরকারি চাকুরীজীবিদের মতো সকাল নয়টা পাচটা কাজ করছি। দীর্ঘদিন কাজ করার পরও এখনো আমরা অনিয়মিত রয়েছি। আমাদের নিয়মিত করার এক দফা জানাচ্ছি।