রাঙামাটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রঘোষিত কোন কমিটিই নাই বলে নিশ্চিত করেছেন সংগঠনটির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সংগঠক খান তালাত মাহমুদ রাফি।
শনিবার রাতে নিজের ফেসবুকওয়ালে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি পার্বত্য দুই জেলা রাঙামাটি ও খাগড়াছড়ি নিয়ে বেশ কিছু বিষয় স্পষ্ট করেন।
রাফি বলেন-রাঙামাটিতে আমাদের একটি প্রতিনিধি দল আছে,যারা শুরু থেকেই সেখানে কর্মসূচী বাস্তবায়নের চেষ্টা করেছে তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে।
তিনি বলেন- রাঙামাটির কিছু তথ্য আমরা পেয়েছি। রাঙামাটিতে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আগামীকাল কোন একটা কর্মসূচী ঘোষণা করা হয়েছে। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে কেন্দ্রঘোষিত আমাদের কোন কর্মসূচী নাই। যদি কেউ আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানার ব্যবহার করে ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমি যতটুকু জেনেছি এখানে লেনদেনের ব্যাপারও ছিলো। তাই যারা লেনদেনের বিষয়ে জড়িত আছেন এবং বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। রাঙামাটিতে সাধারন শিক্ষার্থীদের,সাধারন ছাত্র জনতার কোন কর্মসূচী আগামীকাল নেই।’
একই ভিডিও বার্তায় তিনি আরো কিছু সাংগঠনিক বিষয় স্পষ্ট করেন এবং খাগড়াছড়ির অবস্থা নিয়ে নিজেদের স্পষ্ট সাংগঠনিক অবস্থান জানিয়ে দেন।
এদিকে রাঙামাটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচীতে জামায়াত নেতাদের বক্তব্য দেয়ার ঘটনা নিয়ে শহরে চাঞ্চল্য দেখা দিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরাতন বাস স্টেশন এলাকার একটি কর্মসূচীতে রাঙামাটি জেলা জামাতের আমির আব্দুল আলিম বক্তব্য দিচ্ছেন, এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনেকেই সংগঠনটির রাঙামাটির নেতৃত্বে থাকাদের সাথে তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছেন। আবার আন্দোলনে সামনের সারিতে থাকা কেউ কেউ ফেসবুক পোস্ট করে ভিন্ন আদর্শের লোকজনদের প্রকাশ্যে হুমকি দেয়ার বিষয়টিও ভালোভাবে নিচ্ছেনা অনেকেই।
এই বিষয়ে সমন্বয়ক রাফি’র দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়নি, আন্দোলনও হয়নি। যারা এটা করেছে তারা অন্যায় করেছে,তারা কোনভাবেই আমাদের স্পিরিট ধারণ করেনা। রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য দেয়ার সুযোগ যেমন নাই,তেমনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি রাজনীতির সাথে জড়িত কারো নেতৃত্ব দেয়ারও সুযোগ নাই। এই বিষয়টি আমরা গুরুত্ব সহকারেই দেখব।’
এর আগে বৈষম্রবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একদল শিক্ষার্থী গত বৃহস্পতিবার আকস্মিক রাঙামাটি পৌরসভার সামনে সমাবেশ করে পৌর মেয়র আকবর হোসেন চৌধুৃরীর বিরুদ্ধে দুর্নীতি,অনিয়মের অভিযোগ এনে তার অপসারন দাবি করে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ থেকে তারা মেয়রকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয়। রবিবার দুপুর ১২ টার সময়সীমা বেঁধে দিয়ে মেয়র পদত্যাগ না করলে দুপুর একটায় পৌরসভা ঘেরাও করার ঘোষণা দেয় তারা। কর্মসূচীর সমর্থনে ফেসবুকে পোস্ট দিতে দেখা যায় তাদের। আন্দোলনের নেতৃত্বে থাকা সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদকে একটি পোস্ট ফেসবুকে শেয়ার করে কর্মসূচী সফল করার আহ্বান জানাতে দেখা গেছে।