(প্রেস বিজ্ঞপ্তি)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই গণহত্যার নির্মম ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের বাস্তবতা জনমানসে তুলে ধরার লক্ষ্যে বৃহৎ আকারে প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এই আন্দোলনের আওতায় শহীদ ছাত্রদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের স্মৃতিকে অমর করার উদ্দেশ্যে রাঙামাটি শহরের কলেজ গেইট, বনরূপা, তবলছড়ি, রিজার্ভ বাজার এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বুধবার সন্ধ্যা ছয়টা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত জুলাই গণহত্যার ভিডিও, ছবি ও ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে জনগণকে সচেতন করা হয়। এছাড়াও সারাদেশের শহরের প্রত্যেক মোড়ে নাগরিকদের উদ্দেশে ভিডিও, ডকুমেন্টারি ও ছবি প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে সকলেই ইতিহাসের এই নির্লজ্জ অধ্যায়কে স্মরণ করে প্রয়োজনীয় প্রতিবাদ ও সচেতনতার বার্তা প্রেরণ করতে পারেন।
এই পদক্ষেপের মাধ্যমে ছাত্রসমাজের পক্ষ থেকে শুধুমাত্র অতীতের ইতিহাস তুলে ধরা নয়, বরং সাম্প্রতিক সময়ে যে কোন প্রকার নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে জনসাধারণকে জাগরণ করারও প্রচেষ্টা চালানো হচ্ছে। আয়োজকরা জানান, আন্দোলনের প্রধান উদ্দেশ্য হল-ইতিহাসের আঘাত ভুলতে দেওয়া যাবে না, এবং নিপীড়নের বিরুদ্ধে সর্বদা রুখে দাঁড়ানো আমাদের জাতির অনিবার্য কর্তব্য।
এই কর্মসূচির সফল আয়োজনের জন্য সংগঠক, সহযোগী প্রতিষ্ঠান ও উপস্থিত সকল ছাত্র-জনতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাঙামাটির নেতৃবৃন্দ।