ইয়াছিন রানা সোহেল
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিঝু-বিষু-বিহ-বৈসুক-সাংগ্রাই (বৈসাবি) উদযাপন প্রস্তুতি সভা আজ সোমবার রাঙামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে প্রস্তুতি সভায় রাঙামাটি জেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পরিষদ সদস্য ঝর্ণা খীসা, পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, পরিষদ সদস্য ইলিপন চাকমা, পরিষদ সদস্য আসমা বেগম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় রাঙামাটির বিভিন্ন সামাজিক, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নেতৃবৃন্দ সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙামাটির বিঝু-বিষু-বিহ-বৈসুক-সাংগ্রাই উদযাপন সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।