নিজস্ব প্রতিবেদক॥
নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যের বাজারে যেন স্বস্তির পরশ বুলাচ্ছে টিসিবি কর্মসূচি। স্বল্প মূলে চাল, ডাল, তেল পাচ্ছেন নি¤œ ও প্রান্তিক পর্যায়ের মানুষ। যার কারণে সকাল সকাল দুর্গম পাহাড় ও কাপ্তাই হ্রদের উপর ঘন্টাখানেকের নৌপথ পাড়ি দিয়ে বালুখালী ইউনিয়ন থেকে ভর্তুকি মূল্যে চাল, ডাল ও তেল নিতে ভিড় করেছে হাজারো মানুষ। পণ্য বোঝাই ট্রাকের পাশে কার্ডধারীদের দীর্ঘ সারি। দুর্গম পাহাড় পাড়ি দিয়ে আসা প্রান্তিক মানুষগুলোর চোখে মুখে স্বস্থির ছায়া। কোন প্রকার হট্টগোল নেই। নিজের কার্ড দিয়ে ছাড়িয়ে নিচ্ছেন প্রাপ্য পণ্য।
এই দৃশ্য দেখা যায় রাঙামাটি শহরের রাঙামাটি পার্ক এলাকায় সরকারের ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমে। বুধবার সকালে রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের ১হাজার ৫০ কার্ডধারী পরিবারের মাঝে এই পণ্য বিক্রয় করা হয়।
টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা, রাঙামাটি টিসিবি ডিলার ঝিল্লুল মজুমদার প্রমুখ।
এতে প্রতিটি পরিবার ৪৭০ টাকার প্যাকেজে ৫ কেজি চাল, ২কেজি ডাল, ২লিটার তেল কিনতে পারছেন। যা বাজার থেকে ক্রয় করতে গেলে ব্যয় করতে হতো প্রায় হাজার টাকা। সরকারে এমন সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানাতে ভুলেননি এসব প্রান্তিক মানুষ।
ক্রেতা সুনয়ন চাকমা জানান, বাজার থেকে এইসব জিনিস কিনতে হলে প্রায় হাজার টাকা প্রয়োজন। তাই সকাল সকাল এই পণ্য নিতে চলে এসেছি।
জেলা প্রশাসক জানান, রাঙামাটি জেলায় নিন্ম আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠির মাঝে প্রতিমাসেই টিসিবির এই সহায়তা প্রদান করা হচ্ছে। এবার জেলার ১০উপজেলায় ৮৭হাজার ৩৪০ কার্ডধারী পরিবারের মাঝে এই পণ্য বিক্রয় করা হচ্ছে।
জেলার ১০উপজেলায় ২১জন ডিলারের মাধ্যমে শুরু হয়েছে এই কার্যক্রম, যা চলবে ২৮আগস্ট পর্যন্ত।