বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৪ উপলক্ষ্যে শনিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ফোন অধিকার নিশ্চিত করুন’- শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল সেমিনারে প্রধান অতিথি ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল করিম এর সভাপতিত্বে সেমিনারে ক্যাব রাঙামাটির সম্পাদক মোঃ মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক হাজী মোঃ কামাল উদ্দিন , রাঙামাটি চেম্বারের সচিব এম এ কাসেম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম সেমিনারে বক্তব্য রাখেন।
সেমিনারে জানানো হয়, ভোক্তাদের অধিকার সংরক্ষনের উদ্দেশ্যে সরকার ২০০৯ সালে ভোক্তা অধিকার সংরক্ষন আইন প্রনয়ন করেছেন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গঠন করেছেন।
সেমিনারে জানানো হয় রাঙামাটি পার্বত্য জেলার প্রত্যেকটি ইউনিয়ন যাতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসা সে জন্য সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে এবং এই ব্যাপাওে মোবাইল কোম্পানী গুলোকে অবহিত করা হয়েছে।