নিজস্ব প্রতিবেদক
রাঙামাটিতে মাদকের কুফল ও মাদববিরোধী সচেনতা সৃষ্টির লক্ষ্যে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল আলম ভুইয়া, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন, রাঙামাটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রামেশ্বর দাশ।
সেমিনারে বক্তারা বলেন, দেশের যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। কোন পরিবারে একজন যদি মাদকাসক্ত হয় তাহলে পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যায়। মাদকের হাত থেকে দেশকে বাঁচাতে হলে মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। বিশেষ করে চালক শ্রেণিকে বেশি সচেতন করতে হবে।
পার্বত্য চট্টগ্রামের বাস্তবতায় মাদক বিরোধী অভিযানে জনপ্রতিনিধিদের পাশাপাশি প্রথাগত প্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে। পাহাড়ে বহুল ব্যবহৃত চোলাই মদ বন্ধ করতে প্রথাগত প্রতিনিধিরা সহায়তা করতে পারবেন। সর্বোপরি ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপনের ওপর গুরুত্ব দেয়া হয়।