জিয়াউল জিয়া
রাষ্ট্রবিরোধী দুস্কৃতিকারী কর্তৃক ছাত্র, পুলিশ, সাংবাদিক হত্যা এবং রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে।
রবিবার সকালে জেলা ও দায়রা জজ প্রবেশ ফটকের সামনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে ঘন্টাব্যাপি এই কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিববর্তন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক রাজীব চাকমা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জেলা আইনজীবি পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব চাকমা, অ্যাডভোকেট দর্শন চাকমা ও তোষন চাকমা প্রমুখ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিববর্তন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, আন্দোলনে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করেছে বিএনপি-জামাত। রাষ্ট্রের সম্পদ নষ্ট করে দেশেকে দরিদ্র রাষ্ট্র বানাতে চায়। হামলাকারীরা আইকনিক স্থাপনাগুলো দেখে দেখে ধংসযজ্ঞ চালিয়েছে। যারা এইসব কাজে জড়িত তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। একই সাথে স্বাধীনতা বিরোধীরা যাতে মাথা তুলে দাড়াতে না পারে সেদিকে সবাইকে সচেষ্ট থাকতে আহ্বানও জানানো হয়।
মানবন্ধন থেকে সা¤প্রতিকালে সংঘটিত হত্যাকান্ড ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সুষ্ঠু এবং যথাযথ বিচারে বিশেষ আইন প্রণয়ন করা, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা ও দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ আদায় নিশ্চিত করাসহ ৬ দফা দাবি জানান আইনজীবীরা।