জিয়াউল জিয়া ॥
ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেমলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জরুরি সভায় অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজ, রাঙামাটি ফায়ার সার্ভিস সহকারী পরিচলক দিদারুল আলম, রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নুর সালেহীন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহামদ শফি, পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী তয়ন ত্রিপুরা, দশ উপজেলার নির্বাহী অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জরুরি সভায় আসন্ন দুর্যোগে অতি বর্ষণে পাহাড় ধসে শঙ্কা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকা বিবেচনায় জেলা সদরে ২১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা রয়েছে।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমরা একটি প্রাণের কোনও ক্ষতি চাই না। এর জন্য যা করার প্রস্তুতি সব নেয়া হয়েছে। সরকারি সকল দপ্তরের ছুটি বাতিলসহ পরিস্থিতি অনুযায়ী কাপ্তাই হ্রদে পর্যটকবাহী বোট, যাত্রীবাহী লঞ্চ বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে জনসচেতনতায় বৃদ্ধিতে মাইকিং, মসজিদ থেকে প্রতি ওয়াক্তের নামাজে প্রচারণা করা, ওয়ার্ড ভিত্তিক কুইক রেস্পন্স টিম গঠন করা হবে।
এছাড়াও জেলার জরুরি সেবা প্রদানকারী সংস্থা সমূহকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়।