নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্যজীবি লীগের উদ্যোগে বুধবার বেলা আড়াইটায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
জেলা মৎস্যজীবিলীগ সভাপতি উদয়ন বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন দাশ রবির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো: রফিকুল মাওলা, সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, সদস্য মো: আবু তৈয়ব, রাঙামাটি পৌরসভা মেয়র ও যুবলীগ সভাপতি মো: আকবর হোসেন চৌধুরী, যুবলীগ সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক মো: ফজলুল করিম, জেলা মৎস্যজীবি লীগ সহ সভাপতি রতন দাশ,,যুগ্ম সম্পাদক মো: ইসহাক।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।