নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের সেনাবাহিনীর ওপর আওয়ামীলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে শহরের রিজার্ভ বাজার থেকে মিছিলটি বের হয়ে দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা।
জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মোর্শেদ আলম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ, জেলা যুবদলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক নন্দন কর্মকার. কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মুক্তার হোসেন, ২নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. নুর মোহাম্মদ দুখু। এসময় রাঙামাটি জেলা যুবদল শহর যুবদল, সদর থানা যুবদল, রাঙামাটি জেলা ছাত্রদল, কলেজ ছাত্রদল, শহর শ্রমিক দলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।