নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি জেলা যুবলীগের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ, নবায়ন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে জেলা যুবলীগ সভাপতি মো. আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় দীপংকর তালুকদার এমপি বলেন, জেলা যুবলীগকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সদস্য সংগ্রহ করতে হবে। কারণ আওয়ামী লীগের বিভিন্ন আনন্দলন ও সংগ্রাম গতিশীল করতে যুবলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যুবলীগকে আরো শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ করতে হবে। তবে সদস্য সংগ্রহ কার্যক্রমে সতর্ক থাকতে হবে। যেনো কোন অনুপ্রবেশকারী দলে ঢুকতে না পারে। তিনি আরো বলেন, সামনে যুবলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। তাই তিনি বাংলাদেশ যুবলীগের প্রেসিডেন্টের দিক নির্দেশনা অনুযায়ি গঠণতন্ত্র মেনে জেলা, উপজেলাসহ বিভিন্ন স্থানে যুবলীগের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করার তাগিদ দেন।
এছাড়াও তিনি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, সদস্য আশীষ কুমার চাকমা নব, জেলা যুবলীগ যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, সহ-সভাপতি মো. শফিউল আজম, ফজলুল হক, শহর যুবলীগের সভাপতি মো. আবুল খায়ের রাফি প্রমুখ। সভা শেষে যুবলীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।