নিজস্ব প্রতিবেদক ॥
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে রাঙামাটিতে চার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার পৃথক অভিযানে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাঙামাটি জেলা যুবলীগের সহ সম্পাদক আবু বক্কর লিটন মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সাধারণ সম্পাদক মামুন মিন্টু, পৌরসভার ৯নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মো. মাসুম ও সদর উপজেলা যুবলীগের মো. ইসমাইল।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলার ঘটনায় রাকিব হোসেন নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীর দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার কোর্টে প্রেরণ করা হয়েছে।