নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ ইসলামী যুবসেনার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রাঙামাটি জেলা যুবসেনার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবসেনার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আখতার হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আখতার হোসেন চৌধুরী বলেন, যুব সমাজকে অবহেলা না করে তাদের সঠিক পথে পরিচালিত করলে তারা দেশের জন্য সম্পদ হতে পারে। সরকারের পাশাপাশি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় যুব সমাজকে একটি উন্নত ভবিষ্যৎ দেওয়া সম্ভব।
বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী। জেলা ইসলামী ফ্রন্টের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবসেনার সভাপতি মো. আলী খান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবসেনার সিনিয়র সহ সভাপতি মো. আলমগীর, সহ সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আজিম, সহ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মো. মনসুর আলী, অর্থ সম্পাদক মো. শহিদুল ইসলাম, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন রাব্বানী, মাওলানা জমির উদ্দিন প্রমুখ।