জিয়াউল জিয়া
রাঙামাটির কাউখালী কলাবাগান এলাকায় লরি ও সিএনজি দুর্ঘটনায় পলাতক লরি চালককে শামশুল আলমকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে আদালতে প্রেরণ করা হয় তাকে।
পুলিশ জানায়, গত ১৫ ফেব্রæয়ারি রাঙামাটি হইতে চট্টগ্রাম যাওয়া পথে একটি লড়ি ট্রাক পিছনের দিক হতে বেপরোয়া গতিতে একটি যাত্রীবাহী সিএনজি গাড়িকে ধাক্কা দিলে গাড়ি দুটি দুর্ঘটনায় পড়ে। সেই ঘটনায় সিএনজি’র যাত্রী তিন জনের মৃত্যু হয় এবং দুইজনকে আহত অবস্থায় চট্টগ্রাম রেফার করা হয়। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই সংক্রান্ত কাউখালী থানায় মামলা রজু করা হয়। মামলাটি বর্তমানে তদন্তধীন আছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ এমরান জানান, ঘটনার পরপরই লড়ি ট্রাকের ঘাতক ড্রাইভার পালিয়ে যায়। পরে চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে রাঙামাটি নিয়ে আসে এবং পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে জজ কোর্টে প্রেরণ করা হয়।