নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে শহিদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ।
শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটির সমন্বয়ক হাফেজ মুহাম্মদ তানজিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিচালনা বোর্ড চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. আখতার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মুহাম্মদ ইকবাল হোসেন, রাঙামাটি সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের প্রভাষক মুহাম্মদ ওয়ালিদ হোসেন।
পরে পরীক্ষায় উত্তীর্ণ দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।