জিয়াউল জিয়া
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও সরকার পতনের পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ একমাস বন্ধ ছিল দেশের বিশ্ববিদ্যালয়গুলো। স্কুল-কলেজ ও মাদরাসা গত ৭ আগস্ট থেকে খোলা থাকলেও উপস্থিতি ছিল খুবই কম। নিরাপত্তা শঙ্কায় অনেকে সন্তানকে স্কুলে পাঠাননি অভিভাবক।
এক মাসেরও বেশি সময় পর রবিবার অবশেষে বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে খুলেছে। সকালে শহররে রানী দয়াময়ী উচ্ছ বিদ্যালয়ে ঘুরে দেখা যায়, প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি বেশ ভালো ছিল।
বিদ্যালয় সূত্র থেকে জানা যায়, গত ৭ আগস্ট থেকে সকল শ্রেণি কার্যক্রম চলমান রয়েছে। এই কয়েকদিন শিক্ষার্থী কম থাকলেও আজ বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের উপস্থিতি ভালো। চলেছে পুরোদমে শ্রেণি কার্যক্রম। দীর্ঘদিন পর বিদ্যালয়ে ফিলে আপ্লুত শিক্ষার্থীরা।
শুধু উচ্চ মাধ্যমিকই নয়; রাঙামাটি মেডিকেল কলেজ ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়েরও শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। খুলে দেয়া হয়েছে আবাসিক হোস্টেল।
রাঙামাটি মাধ্যমিক শিক্ষা অফিাস মৃদুল কান্দি দে জানান, মুলত গত ৭ আগস্ট থেকে সকল স্কুল-কলেজ ও মাদরাসা খুলে দেয়া হয়েছে। অনেক বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কম ছিলো। আজ(রবিবার) খবর নিয়ে জানলাম বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রমে উপস্থিত রয়েছে। জেলায় মাধ্যমিক বিদ্যালয় ১৫৬টি, মাদ্রাসা ১৬টি ও কলেজ ১৬টি।