শুভ্র মিশু
শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দ রাঙামাটি শহরের মঠ মন্দির পরিচালনা কমিটি ও সনাতনী সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ হল রুমে এই মতবিনিময় সভার আয়োজন করে রাঙামাটি জেলা বিএনপি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
এতে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্ডভোকেট মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক বরুণ রায়, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. অপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমেলেন্দু হাওলাদার, হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের রাঙামাটি জেলা সভাপতি অরুপ মুৎসদ্দী, শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের সভাপতি আশীষ কুমার দে, কলেজ গেইট শ্রী শ্রী দূর্গা মন্দিরের সভাপতি বিজন কৃষ্ণ দে, শ্রীশ্রী গীতাশ্রম মন্দিরের সহ-সভাপতি রাজু প্রসাদ দে, জেলা হিন্দু মহাজোটের সভাপতি সুজন দে, সনাতন যুব পরিষদের অর্থ সম্পাদক লিংকন মজুমদার, রাঙামাটি জাগো হিন্দু পরিষদ জেলা কমিটির সভাপতি দেবু চক্রবর্তী।এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য নন্দীতা দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সান্টু চৌধুরী, জুয়েল দত্ত, রাজন রক্ষিত, রাজু শীল।
এতে বিএনপি নেতারা বলেন, আমরা চাই হিন্দু সম্প্রদায়ের লোকজন শান্তিতে বসবাস করুক। তারা নিজেদের ব্যানারে থাকুক, তাদের যাতে আওয়ামী কিংবা বিএনপি কেউই ব্যবহার করতে না পারে। সামনে শারদীয় দূর্গা পূজা। যাতে প্রতিবছরের ন্যায় এই বছরও সম্প্রীতির শহর রাঙামাটিতে নিরাপদে উৎসবমুখর পরিবেশে দূর্গা পূজা অনুষ্ঠিত হতে পারে সেজন্য আমরা সকল প্রকার সহযোগিতা করবো। এতে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ শারদীয় দূর্গাপূজা যাতে নিরাপদে অনুষ্ঠিত হয় এবং পূজার আয়োজন নিয়ে আলোচনা করে।
এই সভায় রাঙামাটি সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু ছাত্র মহাজোটের নেতৃত্বসহ জেলা শহরের বিভিন্ন মঠ মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।