জিয়াউল জিয়া
পার্বত্য জেলা রাঙামাটি ২৯৯নং আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া পাঁচ প্রার্থী মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়ন পত্রের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার, জাতীয় পার্টির প্রার্থী মো. হারুনুর রশিদ মাতব্বর, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী অমর কুমার দে, তৃণমূল বিএনপি’র প্রার্থী মো. মিজানুর রহমান ওস্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার।
মনোনয়নপত্র বাছাইয়ে উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ নেওয়াজ ও প্রার্থী ও প্রার্থী প্রতিনিধিবৃন্দ। তবে যাচাই-বাছাই অনুষ্ঠানে তৃণমূল বিএনপি’র প্রার্থী ও তার কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
কাগজপত্র যাছাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, প্রার্থীদের জমাকৃত কাগজপত্র সঠিক এবং কোন অভিযোগ না থাকায় সকল প্রার্থীর মনোনয় বৈধ ঘোষণা করেন।
উল্লেখ্য, আগামী ১৮ তারিখ প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ৭ জানুয়ারি ভোটগ্রহণ।