জিয়াউল জিয়া
রাঙামাটিতে ফ্যামিলি কার্ডের যাচাই-বাছাই করে স্মার্টকার্ডে রূপান্তরের পর ফের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্য জেলা প্রশাসক উদ্বোধন করা কথা থাকলেও কার্ড জটিলতায় বিক্রয় কার্যক্রম স্থগিত করা হয়।
বৃহস্পতিবার সকালে শহরের পৌরসভা কার্যালয়ের সামনে টিসিবি পণ্য কিনতে এসে সার্ভার জটিলতার অভিযোগ খালি হাতে ফেরত যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ।
টিসিবি পণ্য নিতে আসা সাধারণ মানুষ অভিযোগ করেন, সকাল থেকে ২ ঘন্টারও বেশি সময় লাইনে দাড়িয়ে থাকার পর স্মার্ট কার্ডের সার্ভার জটিলতার কারনে আজ পণ্য দেয়া হবে না। এতে করে খেটে খাওয়া মানুষের এক ধরনের ভোগান্তির স্বীকার। আবার অনেকে পূর্বে টিসিবি পণ্য পেলেও পরে স্মার্ট কার্ড না পাওয়াতে পণ্য পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
টিসিবি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান মো. জাবেদ জানায়, চাল, ডাল, ভোজ্য তেল ও চিনি বিক্রি করা হবে। এর মধ্যে কার্ডধারী প্রতিজন ১০০ টাকা লিটার দরে দুই লিটার তেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজির দরে ৫ কেজি চাল ও ৭০ টাকা কেজির দরে ১ কেজি চিনি কিনতে পারবেন। তবে সার্ভার জটিলতার কারনে আজ দেয়া সম্ভব হয়নি। পরে তারিখ জানিয়ে দেয়া হবে।
রাঙামাটি পৌরসভার সূত্র থেকে জানা যায়, পূর্বে রাঙামাটি পৌর এলাকায় ১৫ হাজার ৫৯ জনের ফ্যামিলি কার্ড থাকলেও পরে স্মার্টকার্ড পায় ৯ হাজার ৬৭১ জন। একই ব্যক্তির এনআইডি ও মোবাইল নাম্বার না হওয়ায় বাকি কার্ড হালনাগাদ করা হচ্ছে।
রাঙামাটি পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন খন্দকার জানান, সীমের সাথে কার্ড আনলাইনে একটিভ এখনো হয়নি। টেকনিক্যাল জটিলতায় আজ টিসিবি পণ্য দেওয়া হয়নি। তবে এই সমস্যা সমাধানে যোগাযোগ হচ্ছে।