জিয়াউল জিয়া
রাঙামাটিতে গুচ্ছভিত্তিক ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ তিনটি কেন্দ্রে। শুক্রবার সকালে ১১ টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা বারোটায়।
ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন বিশ^বিদ্যালয়ের ভিসি ড. সেলিনা আক্তার। এসময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি কাঞ্চন চাকমা, যশোর বিশ^বিদ্যালয়ের প্রফেসর মো. আলমসহ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক্ষ মন্ডলী।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসসহ শহরের তিনটি কেন্দ্রে ‘সি’ ইউনিটে ৩ হাজার ২০৪ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশ নেয়। আর আগে গত ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটে আট হাজার ৫৮২ পরীক্ষার্থী, গত ৩ মে ‘বি’ ইউনিট ২ হাজার ৭৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। তিনটি ইউনিটে মোট ১৪ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. সেলিনা আক্তার বলেন, গুচ্ছভিত্তিক এই ভর্তি পরীক্ষা দেশের ২২টি বিশ^বিদ্যালয়ে এক যোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটে ৩ হাজার ২০৪ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশ গ্রহণ করছে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ করতে পারায় প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিশ^বিদ্যালয়েল উপাচার্য।