সাইফুল হাসান
রাঙামাটি শহরের একমাত্র আভ্যন্তরীণ গণপরিবহন সিএনজি চালিত অটোরিক্সা। বুধবার (১৯ জুলাই) দুপুর আড়াইটার পর হঠাৎ অটোরিক্সা শ্রমিকদের আন্দোলনে বন্ধ করে দেওয়া হয় এই গণপরিবহন।
অটোরিক্সা চালকরা বলছেন, তুচ্ছ এক বাকবিতণ্ডাকে কেন্দ্র করে একটি মামলায় রাঙামাটি সিএনজি অটোরিক্সা সমিতির লাইনম্যান নয়নকে আটক করে পুলিশ। পরে তাকে কোর্টে আজ বুধবার পাঠানো হলে জামিন না মঞ্জুর করে কোর্ট তাকে জেল হাজতে প্রেরণ করেন। এ ঘটনায় বেলা আড়াইটার দিকে হঠাৎ অটোরিক্সা বন্ধ করে দেয় শ্রমিকরা। শহরের একমাত্র অভ্যন্তরীণ পরিবহণ হওয়া এতে চরম ভোগান্তিতে পরেন রাঙামাটির সাধারণ যাত্রীরা।
সায়ন্তনু চাকমা নামের এক তরুণ বলেন, আমি ব্যাংকে একটা কাজে এসেছি, কাজ শেষ করে ফেরার পথে হঠাৎ শুনি সিএনজি বন্ধ। এখন বাসায় কেমনে যাবো। সিএনজি রাঙ্গামাটির একমাত্র অভ্যন্তরীণ পরিবহন হওয়ায় তারা যেমন খুঁশি তেমন করেন। তাদের মন মত ভাড়া নেন এবং মনে চাইলে গাড়ি বন্ধ করে দেন।
দশম শ্রেণীর ছাত্রী বীনা দাশ বলেন, আমি প্রাইভেটের জন্য বের হয়েছি। তিনটা থেকে প্রাইভেট ছিলো, সামনে পরীক্ষা কিন্তু প্রাইভেটে যেতে পারলাম না।
রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার বলেন, আমাদের এক লাইনম্যান নয়নকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এক যাত্রীর সাথে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয় এবং যে মামলা করে সে কোর্টের এক পেশকারের ভাই বলে জেনেছি। তারা মিথ্যা অপরাধে আমাদের লাইনম্যানকে জামিন না মঞ্জুর করেছে। তাই শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে অটোরিক্সা বন্ধ করেছে। আমরা কথা বলছি, প্রশাসনের আশ্বাস পেলে পুনরায় গাড়ি চলাচল চালু হবে।
অটোরিক্সা চালক সমিতির সাধারন সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, গত পড়শু রাঙামাটি কোর্টের এক পেশকারের ভাইয়ের সাথে বিরোধের কারণে আমাদের লাইনম্যানকে দিনে দিনে মামলা,ওয়ারেন্ট ও গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। আমরা মনে করছি, আমাদের নাথে ন্যায় বিচার করা হয়নি। এই জন্য আমরা গাড়ী বন্ধ করে দিয়েছি। চালককে মুক্তি না দেয়া পর্যন্ত গাড়ী বন্ধ রাখব।
রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, একটি মামলা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে আমরা জেনেছি অটোরিক্সা শ্রমিকরা পরিবহণ ধর্মঘট করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্তক রয়েছি। সবার আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।