মিশু মল্লিক ॥
রাঙামাটিতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিম এর আওতায় ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক/ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান, পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক আবু সাঈদ মোঃ রওশানুল হক, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম, সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতাবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম।
বক্তারা বলেন, প্রকাশ্যে ঋণ বিতরণের উদ্দেশ্য হলো গ্রাহক এবং ব্যাংকারদের এই ব্যাপারে অবগত করানো এবং ঋণের ব্যাপারে আগ্রহী করে তোলা। সরকার ঘোষণা দিয়েছে ২০২৬ সালের মধ্যে সকল প্রাপ্তবয়স্ক ব্যক্তির ব্যাংক একাউন্ট থাকবে। ব্যাংকগুলো সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। পাশাপাশি নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে তাই প্রতি চার ঋণগ্রহীতার মধ্যে এক নারীকে ঋণ দেয়া হবে।
বক্তারা আরো বলেন, এই ঋণগুলো জামানতবিহীন প্রদান করা হচ্ছে। যারা জামানত দিতে পারবে না, তাদের গ্যারেন্টার হবে বাংলাদেশ ব্যাংক। এই ঋণগুলোর প্রধান উদ্দেশ্য হলো প্রত্যন্ত এলাকার প্রান্তিক মানুষ যাতে দারিদ্র্যতা থেকে উঠে আসতে পারে।
অনুষ্ঠানে ২১টি ব্যাংকের মাধ্যমে মোট ২৫ ঋণগ্রহীতাকে এক কোটি টাকা ঋণ প্রদান করা হয়।