নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার থেকে ৩৫০ পিস ইয়াবা সহ দুইজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। মঙ্গলবার সকালে শহরের ০২নং ওয়ার্ডস্থ শহীদ আবদুল আলী একাডেমি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান পুলিশ।আটককৃতরা হলেন- বেলাল হোসেন(৩২) এবং মোঃ আরিফুল হাসান(২৩)। পুলিশ সূত্র জানায়, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিলের লক্ষে বিশেষ ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে এ দুইজনকে ইয়াবা সহ আটক করা হয়। আটককালে বেলাল হোসেন থেকে ৩২২ পিস এবং আরিফুল হাসান থেকে ২৮পিস, সর্বমোট ৩৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী বলেন, আসামীদ্বয়কে গ্রেফতার পূর্বক থানা হেফাজতে গ্রহন করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।