পার্বত্য শহর রাঙামাটিতে তিনদিনব্যাপি নারী উদ্যোক্তা পণ্যমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করেন রাঙামাটির জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। এসময় সোনালী ব্যাংকের ডিজিএম নুরুল ইসলাম,বিসিক রাঙামাটির এজিএম মোঃ শাহজাহান,রাঙামাটি চেম্বারের সভাপতি মাহবুবুর রহমান,বিসিক উপপরিচালক রাহুল রায়,বাংলাদেশ উইমেন চেম্বারের রাঙামাটির সভাপতি মনোয়ারা বেগম,নারী উদ্যোক্তা আফরোজা বেগম সহ জেলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। উইমেন চেম্বারের পক্ষে মেলার সার্বিক তত্বাবধান করছেন শাহীন ফরহাদ। উদ্বোধনের পর প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল মেলা ঘুরে দেখেন এবং নারী উদ্যোক্তাদের কাজের ভূয়সি প্রশংসা করে তাদের যেকোন কাজে পাশে থাকার আশ্বাস দেন।
রাঙামাটি বিসিক চত্বরে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এর উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় স্থানীয়ভাবে নারীদের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী ও পোশাকের প্রদর্শনি ও বিক্রয়ের জন্য ২০ টি স্টল আছে।
রাঙামাটিতে ৩ দিন ব্যাপি নারী উদ্যোক্তা মেলা শুরু
পার্বত্য উন্নয়ন
1 Min Read
Previous Articleরাঙামাটিতে গণমাধ্যম কর্মীদের নিয়ে সমষ্টি’র কর্মশালা
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.