আরমান খান, লংগদু
গত ১৫ মাসে প্রায় দেড় হাজারেরও বেশি মামলার নিষ্পত্তি করা হয়েছে লিগ্যাল এইড এর মাধ্যমে। গরীব অসহায় মানুষের আইনি সহায়তার জন্য লিগ্যাল এইড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের মাঝে লিগ্যাল এইডের সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়াতে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটিগুলোকে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে। আমি গত ১৫ মাস যাবৎ লিগ্যাল এইড কর্মকর্তার দায়িত্ব পালন করছি। জেলার প্রায় সব উপজেলায় কাজ করার অভিজ্ঞতা হয়েছে। তবে বেশি কাজ করার সুযোগ হয়েছে লংগদু উপজেলায়। তার কারণও আপনারা সবাই জানেন। রাঙামাটি আদালতে যতগুলো মামলা আছে তার প্রায় ৫০ থেকে ৭০ শতাংশ মামলাই লংগদুর মানুষের করা। আবার মামলা নিষ্পত্তির ক্ষেত্রেও লংগদু উপজেলা এগিয়ে রয়েছে। রবিবার সকালে লংগদুতে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সিনিয়র সহকারি জজ ও লিগ্যাল এইড কর্মকর্তা মোহাম্মদ জুনাইদ।
‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ প্রতিপাদ্যে জাতীয় আইনগত সহায়তা দিবস এর তাৎপর্য উল্লেখপূর্বক আইনগত সহায়তা বিষয়ে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, লংগদু সরকারী কলেজের প্রভাষক হারুনুর রশিদ, হেডম্যান প্রেমলাল চাকমা, মানিক কুমার চাকমা, বিমল শান্তি চাকমা, সূচিত্র কুমার চাকমা কার্বারী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু দারদা খান আরমান প্রমূখ।
সেমিনারে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এমকে ইমাম উদ্দিন, সহকারি সমাজ সেবা কর্মকর্তা অ্যানি বড়ুয়া, সাংবাদিক এখলাস মিঞা খান, বগাচত্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার, আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, মাইনীমূখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমলসহ উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।