রাঙামাটিতে বেশ কয়েকজন যৌনকর্মীর এইচআইভি পরীক্ষা শেষে ফলাফল নেগেটিভ পাওয়া গেছে,অর্থাৎ তারা এইচআইভ আক্রান্ত নয়। শনিবার সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায়,দূর্জয় নারী সংঘ কনসোর্টিয়ামের সিলেট যুব সংঘ পরিচালিত রাঙামাটি ড্রপ ইন সেন্টারে এই পরীক্ষা করা হয়। এইচআইভি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আশার আলো সোসাইটির সহযোগিতায় এই পরীক্ষা করা হয়। এতে রাঙামাটি ড্রপ ইন সেন্টারে সেবা গ্রহণকারি যৌন কর্মীদের মধ্যে প্রাথমিকভাবে ৫ জনকে পরীক্ষা করা হয়।
পরীক্ষা চলাকালে রাঙামাটির সিভিল সার্জন ডা:মোঃ মোস্তাফিজুর রহমান কার্যক্রম পরিদর্শন করেন।
রাঙামাটি ড্রপ ইন সেন্টারের সমন্বয়ক জেসমিন চাকমা জানিয়েছেন, এখন থেকে প্রতিমাসেই নিয়মিত এই পরীক্ষা করা হবে,সম্পূর্ণ বিনামূল্যেই এই সেবা প্রদান করা হচ্ছে বলে জানান তিনি। শনিবার ৫ জন মেয়েকে পরীক্ষা করা হলেও তাদের কারো শরীরেই এইচআইভি’র উপস্থিতি পাওয়া যায়নি বলেও জানান তিনি।