সাইফুল হাসান
সারা দেশে চলমান সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও ৬জন ছাত্র নিহতের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে রাঙামাটির সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) সকালে শহরের কোর্ট বিল্ডিং এলাকায় এ বিক্ষোভ বের করেন তাঁরা।
এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের বাধা দেন এবং মিছিলটি পন্ড করে দেন।
নাম প্রকাশে অনিশ্চুক রাঙামাটি সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্র বলেন, আমরা কোটার সংস্কার চাই। এটি আমাদের যৌক্তিক দাবি। কিন্তু আমরা দেখছি আমাদের উপর নির্যাতন করা হচ্ছে। গতকাল আমাদের ভাইদের হত্যা করা হয়েছে। তাই আমরা প্রতিবাদ জানাতে বের হয়েছি।
আরেক ছাত্রী বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ করবে বের হলে ছাত্রলীগের নেতারা এসে আমাদের বাধা দেয়।রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি রনি হোসেন বলেন, ছাত্রদল ও শিবিরের কিছু কর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করতে বের হতে চাইলে আমরা তাদের প্রতিহত করি। রাঙামাটি সম্প্রীতির শহর, আমরা চাই না এখানে কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি হোক।
তিনি আরও বলেন, রাঙামাটির প্রতিটি ওয়ার্ডে, ওলিতে-গলিতে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান কর্মসূর্চি পালন করছে। আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চায়।