জিয়াউল জিয়া
‘‘রোড টু স্মার্ট বাংলাদেশ’’ কর্মসূচীর আওতায় স্মার্ট কার্যালয় বাস্তবায়নের উদ্যোগে রাঙামাটিতে জেলা আওয়ামীলীগের স্মার্ট কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ মে) রাতে শহরের পুরাতন বাস-স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়টি উদ্বোধন হরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছদছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, বৃষকেতু চাকমা, অংসুই প্রু চৌধুরী, রফিকুল মাওলা, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদারসহ সহযোগী অঙ্গ-সংগঠনের বিভিন্ন ইউনিটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এসময় বলেন, স্মার্ট দেশের জন্য দরকার স্মার্ট সরকার। আর সরকার যেহেতু দলীয়, তাই একটি স্মার্ট সরকারকে সহায়তা করতে দরকার স্মার্ট দল। সেই উদ্দেশ্য থেকে স্মার্ট কার্যালয় স্থাপনের মাধ্যমে স্মার্ট দলে রূপান্তরের কার্যক্রম শুরু হলো।
তিনি আরও বলেন, স্মার্ট কার্যালয় কার্যক্রমে প্রতিটি সেন্টারের জন্য কেন্দ্র থেকে কম্পিউটার, প্রিন্টার, ওয়াইফাই, ওয়েবক্যাম ইত্যাদি প্রযুক্তি যন্ত্রাদি সরবরাহ করা হবে। সেই সঙ্গে প্রতিটি সেন্টারে চারজন কর্মীকে প্রাথমিকভাবে প্রশিক্ষণ এবং পরবর্তী পর্যায়ে সবাইকে প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে প্রতিটি জেলা-উপজেলায় স্মার্ট সিটিজেন কর্নার করার পরিকল্পনা রয়েছে সরকারের।