নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি আবাসিক হোটেল মালিক বহুমুখী সমবায় সমিতির নব-নির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে রাঙামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বারের পরিচালক এডভোকেট মামুনুর রশিদ মামুন এবং রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক। রাঙামাটি আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি মো মোস্তফা কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নব নির্বাচিত পরিষদের সাধারণ সম্পাদক মো. ইউসুফ চৌধুরী।
এসময় বক্তারা বলেন, দেশ বিদেশের পর্যটকদের ভ্রমণের জন্য পছন্দের তালিকায় শীর্ষে থাকে রাঙামাটি পার্বত্য জেলা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হওয়ায় পর্যটকদের বেশ আকৃষ্ট করে। কিন্তু পর্যটকদের জন্য এখনো পর্যন্ত সেরকম আধুনিক কোনো সুযোগ সুবিধা সৃষ্টি হয়নি। অথচ পাশর্^বর্তী দুইটি জেলা বান্দরবান ও খাগড়াছড়ির পর্যটনে ব্যাপক পরিবর্তন হয়েছে। রাঙামাটির পর্যটন শিল্পকে সমৃদ্ধ করা গেলে প্রতিবছর এই জেলার পর্যটন খাত থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে পারবে। বক্তারা পর্যটন ব্যবসার সাথে সম্পৃক্ত সকল সেক্টরের প্রতিনিধি নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে রাঙামাটির পর্যটন শিল্পকে সমৃদ্ধ করার উদ্যোগ গ্রহণের আহবান জানান। আলোচনা সভার পূর্বে নব-নির্বাচিত পরিষদের দায়িত্বপ্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কেক কেক কাটা হয়।
পাহাড়ের প্রথম পর্যটন সহায়ক গাইড রূপের রানী’র লেখক ও প্রকাশক ইয়াছিন রানা সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি দীপংকর দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক হাজী মঈন উদ্দিন সেলিম, সাবেক সহ সাধারণ সম্পাদক ও হোটেল প্রিন্সের সত্ত্বাাধিকারী নেছার আহম্মেদ, রাঙামাটি হাউজ বোট মালিক সমিতির সভাপতি বাপ্পী তঞ্চঙ্গ্যা, হোটেল লেক সিটির সত্ত্বাাধিকারী কবি হাসান মঞ্জু, রাঙামাটি রিসোর্ট ওনার্স এসোসিয়েশনের সভাপতি তনয় দেওয়ান, হোটেল সুফিয়ার সত্ত্বাাধিকারী সাইফুল ইসলাম, রাঙামাটি রেস্টুরেন্ট মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও দারুচিনি রেস্টুরেন্টের সত্ত্বাাধিকারী মো. মাসুদ রানা। এসময় রাঙামাটির সকল আবাসিক হোটেল মালিকরা উপস্থিত ছিলেন।