সুহৃদ সুপান্থ
রাজনৈতিক পটপরিবর্তনের পর সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে অনুপস্থিত জনপ্রতিনিধিদের তথ্য চেয়ে চিঠি দিয়েছিলো স্থানীয় সরকার বিভাগের চাওয়া চিঠির জবাবে রাঙামাটি জেলা প্রশাসন রাঙামাটি ও বাঘাইছড়ি পৌরসভার মেয়র ও কাউন্সিলরা অফিস করছেন না বলে জানিয়ে দিয়েছেন।
রবিবার জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সাক্ষরিত চিঠিতে জানিয়েছেন, ‘রাঙামাটি পৌরসভার মেয়র ও কাউন্সিলরগন পৌরসভায়/কর্মস্থলে অনুপস্থিত থাকায় সকল ধরণের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘিœত হচ্ছে। এমতাবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং জনস্বার্থে সূত্রস্থ পত্রের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে চাওয়া তথ্যের ভিত্তিতে আমরা রাঙামাটি ও বাঘাইছড়ির মেয়র এবং কাউন্সিলরদের অনুপস্থিতির চিঠি পাঠিয়েছি। এর সাথে মেয়রের পদত্যাগ করা,না করা বা আন্দোলনের কোন সম্পর্ক নাই,কেউ পদত্যাগও করে নাই। এটা আমাদের একটি রুটিন কাজ। সারাদেশ থেকেই তথ্য চাওয়া হয়েছে,আমরাও সেই হিসেবেই তথ্য দিয়েছি। এর আলোকে পদক্ষেপ নিবে মন্ত্রনালয়। আর মেয়র,কাউন্সিলদের অনুপস্থিতিতে প্রধান নির্বাহী কর্মকর্তা পৌরসভার রুটিন কার্যক্রম চালিয়ে নিবেন।’
রাজনৈতিক পট পরিবর্তনের কারণে অফিসে না আসা আওয়ামীলীগের সিটিকর্পোরেশন,পৌরসভা,উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের তালিকা জমা দেয়ার জন্য বৃহস্পতিবারই নির্দেশনা দেয়া হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন,রাজনৈতিক পটপরিবর্তনের পর সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে অনুপস্থিত জনপ্রতিনিধিদের তথ্য চেয়ে চিঠি দিয়েছেন স্থানীয় সরকার বিভাগ।
পুর্ণাঙ্গ তথ্য হাতে পাওয়ার পর কার্যালয়ে ‘অনুপস্থিত’ জনপ্রতিনিধিদের জায়গায় প্রশাসক নিয়োগের বিষয়টি ‘সক্রিয় বিবেচনায়’ রয়েছে বলে জানিয়েছিলেন তিনি।
উপদেষ্টা হাসান আরিফ সাংবাদিকদের আরো বলেছেন, স্থানীয় সরকার পর্যায়ে যেখানে জনপ্রতিনিধি উপস্থিত নেই সেখানে কাজ চালিয়ে নেওয়ার জন্য বিকল্প দায়িত্ব দেওয়া হয়েছে; সিইওরা (প্রধান নির্বাহী) দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, “১২টি সিটি করপোরেশনসহ অন্যান্য পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদে যেখানে নির্বাচিত প্রতিনিধি নেই, তাদের তালিকা চেয়ে চিঠি গেছে। কোথায় কোথায় নির্বাচিত জনপ্রতিনিধি অফিস করছেন, কোথায় করছেন না; সেটা দুই-একদিনের মধ্যেই পেয়ে যাব। তথ্য অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারব। তখন চিন্তা করব যে, সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হবে কি হবে না। এটা সক্রিয় বিবেচনায় আছে। তবে প্রাথমিকভাবে দায়িত্ব দিয়ে দেওয়া আছে।”
উপদেষ্টার এই বক্তব্যের পর রবিবার প্রথম কার্যদিবসেই সারাদেশ থেকে তালিকা পাঠিয়েছেন জেলা প্রশাসক ও ইউএনওরা।
রাঙামাটি ও বাঘাইছড়ির মেয়র-কাউন্সিলরদের অনুপস্থিতির চিঠি গেলো মন্ত্রনালয়ে
Previous Articleসড়ক ধসে ঘাগড়া-বড়ইছড়ি সড়কে দিনব্যাপী যান চলাচল বন্ধ
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.