বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিট যুব রেড ক্রিসেন্ট সহশিক্ষা কার্যক্রমের আওতায় বুধবার সকাল ১১টায় রাঙামাটি সরকারি কলেজে রেড ক্রিসেন্ট কার্যক্রমের উপর এক অবহিত করণ সভার আয়োজন করেন। উক্ত সভায় কলেজের বিভিন্ন বর্যের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যাক্ষ প্রফেসর গোলাম কাদের চৌধূরী।
সভায় কলেজের যুব রেড ক্রিসেন্ট দায়িত্বপ্রাপ্ত প্রভাষক শফিকুল ইসলাম, ইউনিট সেক্রেটারী এম.বখতেয়ার উদ্দিন, কার্য নির্বাহী সদস্য মোঃ জসিম উদ্দিন, ইউনিট অফিসার আজরু উদ্দিন সাফ্দার বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বিশ্বব্যাপি রেড ক্রিসেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম সহ রাঙামাটি ইউনিটের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোকপাত করেন এবং ছাত্র ছাত্রীদেরকে লেখাপড়ার পাশাপাশি রেড ক্রিসেন্ট কার্যক্রমে অংশ গ্রহন করার জন্য আহবান জানানো হয়।