নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদের স্মরণে রাঙামাটি সরকারি কলেজে শহীদি মার্চ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে পতাকা চত্ত¡র থেকে এই মার্চ শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত শিক্ষার্থীরা আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে নিরবতা পালন ও তাদের স্মৃতিচারণ করেন। এছাড়া এতে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থীদের ছাত্রাবাস, ক্যান্টিন চালুসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
শহীদি মার্চে রাঙামাটি সরকারি কলেজে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।