নিজস্ব প্রতিবেদক ।।
মো: ওমর মোরশেদকে সভাপতি ও শরিফুল ইসলাম শাকিলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে ৮৫ সদস্য বিশিষ্ট
রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের নতুন কার্যকরী কমিটি অনুমোদন দিয়েছে রাঙামাটি জেলা ছাত্রদল। ৪ জুন ২০২৫ ইং রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমন স্বাক্ষরিত রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন প্রদান করা হয়।
আগামী ৩০ দিনের মধ্যে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেছে রাঙামাটি জেলা ছাত্রদল।
নব-নির্বাচিত রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো: ওমর মোরশেদ বলেন, রাজপথের নির্যাতিত কর্মীদের মূল্যায়ন করায় দেশনায়ক তারেক জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।
কলেজ শাখার সব তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।


