নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চার শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণায় করা হয়। রবিবার দুপুরে রাঙামাটি সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু সৈয়দ চৌধুরী।
এতে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল মান্নান, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সংগঠক মো. ওমর মোরশেদ ও আলভি হাসান নাইম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজের সংগঠক মো. ওমর মোরশেদ, জেলা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদ আলম, সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক, মহসিন হোসেন রবি, কলেজ ছাত্রদল নেতা আমজাদ হোসেন, শহিদুল ইসলাম শুভ, ইয়াছিন বাবু, সদর উপজেলা ছাত্রদের যুগ্ম আহ্বায়ক দোলেয়ার হোসেন তানভির, কলেজ ছাত্রদলের ব্যাবস্থাপনা বিভাগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজ, একাদশ দ্বাদশ কমিটির সভাপতি রবিউল হাসান, কলেজ ছাত্রদল নেতা সজিব ফিরোজ, জাইয়ান অপু, পাবেল সর্দার, নাজমুল হাসান, সৌরভ বড়–য়া, মোহাম্মদ কাউসার ও মুমিনুল হকসহ রাঙামাটি সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ, ও কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে কলেজের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীসহ চার শতাধিক রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
আয়োজকরা জানান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের এই কর্মসূচি। এর মূল কারণ অনেকে এখনো তার রক্তের গ্রুপ জানে না। প্রয়োজেনে রক্ত দিতে চাইলেও সেটি সম্ভব হয় না। বা সে ব্যক্তি তার প্রয়োজন হলেও সেটি জানান থাকলে সুবিধার জন্য এই কর্মসূচি হাতে নেয়া।