জয়নাল আবেদীন,কাউখালী
রাঙামাটির কাউখালী উপজেলাধীন ঘাগড়া-বড়ইছড়ি সড়কের বগাপাড়া এলাকায় ট্রাক উল্টে ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আর ২০ শ্রমিক। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা ঘাগড়া রেস্ট হাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাবুল চাকমা। নিহতরা হলেন সাব্বির (২৩) ও আরিফ (২২)। আহত অন্তত ৪ জনকে রাত দশটায় রাঙামাটি থেকে চট্টগ্রামে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
প্রত্যক্ষদর্শী আব্দুল জব্বার ও এসআই বাবুল চাকমা জানান- কাপ্তাই এলাকায় ঢালাই কাজ শেষে ২৫ থেকে ৩০ জন শ্রমিক একটি দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকে করে ঢালাই মিক্সার মেশিন সহ রাঙামাটি যাচ্ছিলো। অতিরিক্ত গতির কারণে ঘাগড়া বড়ইছড়ি সড়কের বগাপাড়া ব্রিজের উপর নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি (গাজীপুর ন-১১-০২১০) উল্টে যায়। এসময় ট্রাকটিতে থাকা শ্রমিকরা ব্রিজের নিচে ছিটকে পড়ে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত হয়েছে অন্তত ২০ জন। মৃত্যুর সংখ্যা বাড়ার শংঙ্কার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শী কয়েকজন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর জানান- রাত সাড়ে দশটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। গাড়িতে কতজন ছিলো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।