সাইফুল হাসান
টানা তিন দিনের অবরোধের কারণে স্থগিত করা হয়েছে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের সহকারী কর্মচারী নিয়োগ পরীক্ষা। বৃহষ্পতিবার সকালে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় রাঙামাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির চেয়ারম্যান তাওহিদুল হক।
বিবৃতিতে বলা হয়, চলতি বছরের আগামী ৩ ও ৪ নভেম্বর রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে জন্য সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, জারীকারক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (নিন্ম সহকারী মুদ্রাক্ষরিক)। এছাড়া, অফিস সহায়ক (অতিরিক্ত জেলা জজ), বেঞ্চ সহকারী জেলা জজ), কম্পিউটার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট কাম কম্পিস্ট), বেঞ্চ সহাকারী (অতিরিক্ত জেলা জজ) ও ক্যাশিয়ারসহ সকল পদের সহায়ক কর্মচারী নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।