নিজস্ব প্রতিবেদক।।
রাঙামাটি জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দাযিত্ব দেয়া হয়েছে মোঃ হেলাল উদ্দিনকে। ২৮ আগস্ট কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে রাঙামাটি জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
উল্লেখ্য তৃনমুল থেকে উঠে আসা ছাত্রদল কর্মী মোঃ হেলাল উদ্দিন রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাঙামাটি জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি পদে দায়িত্ব পালন করেন। ২৮ আগস্ট কেন্দ্রীয় ছাত্রদল তাকে রাঙামাটি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করে।