বর্তমানে পৌর টাউন হলটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আপাতত সব ধরনের সভা সেমিনার বন্ধ করা হয়েছে উল্লেখ করে রাঙামাটি পৌরসভা মেয়রের প্রতিনিধি বলেন, হলটি আগামী অক্টোবরের মধ্যে অপসারণ করা হবে। নতুন টাউন হল নির্মাণের জন্য কোটি টাকা বাজেট করা হয়েছে। তিনি বলেন, পৌর এলাকার বিভিন্ন স্থানে পৌরসভা থেকে প্রদানকৃত লাইট পোস্টগুলো সংষ্কার করা হবে। শহরের ফরেস্ট কলোনী এলাকায় ফরেস্টের একটি কোয়ার্টারে অবৈধ কাজকর্ম চলছে অভিযোগ করে তিনি বলেন, এ বিষয়ে এখনই জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। সোমবার রাঙামাটি জেলা উন্নয়ন কমিটির এক সমন্বয় সভায় কাউন্সিলর এসব কথা বলেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে এসভার আয়োজন করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে ও পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আঞ্চলিক পরিষদের সদস্য নীলু কুমার তঞ্চঙ্গ্যা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফ উদ্দিন আহম্মদ, পুলিশ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ন কবিরসহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, সাংবাদিক ও কমিটির সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় রাঙামাটি সরকারি কলেজের প্রভাষক বলে
ন, গত ৭ আগস্ট থেকে কলেজে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে এবং মাস্টার্স কোর্স চালু করার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে এর প্রেক্ষিতে খুব শীঘ্রই ক্লাস চালু করা হবে। তিনি নবাগত শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় নতুন ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রকৌশলী জানান, রাঙামাটি সরকারি কলেজের একাডেমিক ভবন ও বাউন্ডারি দেওয়াল নির্মাণের বিষয়ে মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে অনুমতি পেলে কার্যক্রম শুরু করা হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জানান, তাদের এম্বুলেন্সটি বর্তমানে সচল রয়েছে। প্রয়োজনে ০৩৫১-৬২২২০ এই নম্বরে ফোন কল করে এম্বুলেন্সটি ভাড়া নেওয়া যাবে। এছাড়া কাউখালী উপজেলার ফায়ার স্টেশনের কাজ দ্রুত শুরু করা হবে।
আঞ্চলিক পরিষদের সদস্য বলেন, এ জেলার উন্নয়নে আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। তিনি বলেন, এ সভায় উপস্থাপিত সকল উন্নয়নমূলক বিষয়গুলো সমন্বয়ের মাধ্যমে আমাদের সকলকে বাস্থবায়ন করতে হবে।
সভাপতির বক্তব্যে পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, পার্বত্য এলাকার মানুষের সম্প্রীতি, সমন্বয় এবং উন্নয়ন বাস্তবায়ন করাই হবে আমাদের প্রধান দায়িত্ব। তিনি বলেন, সভায় উপস্থাপিত বিষয়গুলো যথাযথ বাস্তবায়নের মাধ্যমে এ এলাকার উন্নয়ন ঘটাতে হবে এ জন্য চাই সকলের ঐকান্তিক সহযোগিতা।