ডেস্ক রিপোর্ট
রাঙামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)। এসময় পুলিশ সুপার প্যারেড পরিদর্শন করেন এবং মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
এসময় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, মাস্টার প্যারেড হচ্ছে জেলা পুলিশ সদস্যদের প্রদর্শনী। একটা বাহিনী কতটা সু-শৃঙ্খল এবং চৌকস তা এই প্যারেডের মাধ্যমে ফুটে উঠে। এজন্য সকলের শারীরিক ফিটনেস এবং মানসিক বিকাশের জন্য নিয়মিত প্যারেড অনুশীলনের বিকল্প নেই। তিনি বলেন, মানুষকে সর্বোচ্চ সেবার মাধ্যমে নিজেকে গর্বিত পুলিশ সদস্য হিসেবে গড়ে তুলতে হবে। যেকোন সংকট মোকাবেলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে সু-শৃঙ্খল ভাবে কাজ করতে হবে।
এসময় পুলিশ সুপার, জনসাধারণের সাথে উত্তম ব্যবহার, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা, নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্যারেড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মু. সাইফুল ইসলাম এর নেতৃত্বে রাঙামাটি জেলা পুলিশ সদস্যদের আটটি কন্টিনজেন্ট পুলিশ সুপারকে অভিবাদন জানানোর মাধ্যমে প্যারেড মাঠ ত্যাগ করে।
পরে পুলিশ সুপার রাঙামাটি জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।