জিয়াউল জিয়া
টানা কয়েকসপ্তাহ ধরে পাহাড়ি জেলা রাঙামাটিতে বেড়েছে শীতের তীব্রতা। শীতের কষ্ট নিবারনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলায় ৫ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।
শনিবার রাঙামাটি জেলা বিএনপি’র পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে হতদরিদ্র ৫শত মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি বাবুল আমিল, সাধারন সম্পাদক
অড্যাভোকেট মামুনুর রশিদ, যুগ্ন সম্পাদক দেব জ্যোতি চাকমা, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ দপ্তর সম্পাদক নাছের খান, সহ সাংগঠনিক সম্পাদক মিনারা আরশাদ, মহিলা বিষয়ক সম্পাদক সাহেদা আলম, পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম, জাসাসের জেলা কমিটির সভাপতি কামাল উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অড্যাভোকেট মামুনুর রশিদ, যুগ্ন সম্পাদক দেব জ্যোতি চাকমা, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ দপ্তর সম্পাদক নাছের খান, সহ সাংগঠনিক সম্পাদক মিনারা আরশাদ, মহিলা বিষয়ক সম্পাদক সাহেদা আলম, পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম, জাসাসের জেলা কমিটির সভাপতি কামাল উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, জানুয়ারির শুরু থেকে পার্বত্য জেলায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে পুরো রাঙামাটি জেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছি। এর আগেও জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।জেলা বিএনপির সাধারণ সম্পাদক অড্যাভোকেট মামুনুর রশিদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির এই কর্মসূচী। যাতে করে জেলায় ৫ হাজার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র পৌঁছে দেয়া হচ্ছে। শহরের বিত্তশালীদের প্রচন্ড শীতে যারা কষ্ট পাচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান বিএনপি নেতারা।