ডেস্ক রিপোর্ট
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা রবিবার সকালে পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী।
পরিষদের চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানদেরকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান। চেয়ারম্যান বলেন, ২০২৪ সালে উপজেলার দায়িত্বপ্রাপ্ত পরিষদের সদস্য ও বিভাগীয় কর্মকর্তাগণ সমন্বিতভাবে দাপ্তরিক কাজের পাশাপাশি গৃহীত উন্নয়ন প্রকল্পগুলিও বাস্তবায়নে উদ্যোগী হবেন। কৃষি, মৎস্য দপ্তরে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং শিক্ষা,স্বাস্থ্য ও নিরাপদ পানির সেবা কার্যক্রম তৃণমুল পর্যায়ে সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। সমাজ সেবা বিভাগকে তার কাজের প্রশংসা করে চলমান সামাজিক নিরাপত্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করার আহবান জানান।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম(যুগ্মসচিব) এর সঞ্চালনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য প্রিয়নন্দ চাকমা, সদস্য সবির কুমার চাকমা, সদস্য ইলিপন চাকমা, সদস্য প্রবর্তক চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য মোসাম্মৎ আছমা বেগম, সদস্য মোঃ আব্দুর রহিম, সদস্য হাজী মো. মুছা মাতব্বর, সদস্য নিউচিং মারমা, নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মো. খোরশেদুল আলম চৌধুরীাসহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন।