সাবেক কৃষিকর্তা ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু’র বড় ভাই কাজল তালুকদারকে চেয়ারম্যান করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ১৫ সদস্যের নতুন পরিষদ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।
এই পরিষদের সদস্য হিসেবে আছেন বাঘাইছড়ি কলেজের সাবেক অধ্যক্ষ দেবপ্রসাদ দেওয়ান,প্রণতিরঞ্জন খীসা,ইউএনডিপির সাবেক কর্মকর্তা প্রতুল চন্দ্র দেওয়ান,জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ফুটবলার বরুন বিকাশ দেওয়ান,ক্যসিংমং,সাবেক এনজিও কর্মী নাইউ প্রু মারমা, শিক্ষার্থী ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, সাবেক ইউএনডিপি কর্মী রাঙাবী তঞ্চঙ্গ্যা, উন্নয়ন কর্মী সাগরিকা রোয়াজা,নানিয়ারচরের দয়াল দাশ,পার্বত্য নাগরিক পরিষদের নেতা হাবীব আজম, বৈষম্যবিরোধী আন্দোলনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজ খুরশীদ, লেকার্স পাবলিক স্কুলের সাবেক ভাইস প্রিন্সিপাল বৈশালী চাকমা, উন্নয়ন সংস্থা পাড়া’র নির্বাহী পরিচালক আব্বাস উদ্দিন চৌধুরীর স্ত্রী অ্যাডভোকেট লুৎফুন্নেসা ঝিমি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ(সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ক।(৪) উপধারা এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ(সংশোধন) আইন, ২০১৪ এর ৪(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করিলেন। এতে আরো বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত উপর্যুক্তভাবে পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং এই আইনের সকল সংশোধনীর বিধান অনুযায়ী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সকল দায়িত্ব পালন করিবে। একই সাথে প্রজ্ঞাপনে আগের পরিষদ বাতিল করা হলো।