২০১৪-১৫ অর্থ বছরে ৫৫ কোটি টাকার বাজেট ঘোষনা করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। মঙ্গলবার দুপুর ১২.৩০ টায় পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষনা করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।এসময় বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন,জেলা পরিষদ সদস্য শামীম রশীদ,অংশৈপ্রু চৌধুরী,বৃষকেতু চাকমা,অভিলাষ তজ্ঞঙ্গ্যা,নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম।
বাজেটে ২০১৪-১৫ অর্থবছরে সরকার হতে উন্নয়ন এবং সংস্থাপন ব্যয় খাতে প্রাপ্তির প্রত্যাশায় ৫২ কোটি ৯০ লক্ষ টাকা এবং পরিষদের নিজস্ব খাত হতে প্রাপ্তির আশায় ২ কোটি ১০ লক্ষ টাকাসহ সর্বমোট ৫৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়।
২০১৪-১৫ অর্থবছরে বাজেটে সর্বোচ্চ ১০ কোটি টাকা প্রস্তাবিত বরাদ্ধ ধার হয়েছে শিক্ষা খাতে। যোগাযোগ খাতে ৮ কোট টাকা,অবকাঠোমো নির্মানে ৪ কোটি ৬০ লক্ষ টাকা,কৃষি ও মৎস্য খাতে ৪ কোটি ৫০ লক্ষ টাকা,স্বাস্থ্য ও জসস্বাস্থ্য ওপরিবার কল্যান খাতে কোটি ৫০ লক্ষ টাকা,জলবায়ু পরিবর্তনে ৭ কোটি টাকা,ধর্ম খাতে ৫ কোটি টাকা,প্রানীসম্পদ খাতে ২ কোটি টাকা,ক্রীড়া ও সংস্কৃতি খাতে ১ কোটি টাকা,পর্যটন খাতে ১ কোটি টাকা,সমাজ কল্যান ও আর্থ সামাজিক ও নারী উন্নয়ন খাতে ১ কোটি টাকা,ত্রান ও পুর্নবাসন খাতে ১ কোটি ২০ লক্ষ টাকা, তথ্য ও প্রযুক্তি খাতে ১ কোটি টাকা, ভুমি ও হাট-বাজার খাতে ১ কোটি টাকা ও বিবিধ খাতে(পরিষদের আয় বর্ধক প্রকল্প) ১ কোটি টাকা বরাদ্ধ ধরা হযেছে।
বাজেট ঘোষনাকালে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন,রাঙামাটিতে মেডিকেলা কলেজ প্রতিষ্ঠিত হলে এখানকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হবে এবং স্বাস্থ্য সেবার উন্নতি হবে।
বাজেট অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান সাংবাদিকেদর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।সভায় পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা,ইউএনডিপির কর্মকর্তা ও রাঙামাটি জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।